লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের একটি গ্রামে নিজ ঘরে স্ত্রীকে রেখে চাচীকে নিয়ে উধাও!লম্পট স্বামীর বিচার চাইলেন অসহায় স্ত্রী দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, মে ৬, ২০২৫ মোঃ শাহ্ জালাল মাসি।। নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের হাগড়াগাড়ী এলাকায় নিজ ঘরে স্ত্রী রেখে চাচীকে নিয়ে উধাও রাব্বি । এ ঘটনায় এলাকাবাসী নানারকম মন্তব্য প্রকাশে সমালোচনার ঝড় উঠেছে গ্রামে। বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের ধরে এনে বিয়ে পড়িয়ে দিয়েছে। স্থানীয় ও গ্রামবাসীদের কথায় উঠে এসেছে প্রকৃত ঘটনা। প্রত্যক্ষদর্ষীরা জানায় রাব্বি সম্প্রতি তার চাচীকে বিয়ে করার পূর্বে আরও তিনটি বিয়ে করেছিল। বর্তমানে তার ঘরে রয়েছে একটি স্ত্রী, যাকে ঘরে রেখে নিজ চাচি’র সাথে অবৈধ পরকিয়া সম্পর্কে জড়িয়ে বিয়ে করেছে রাব্বি।এতে এলাকায় রাব্বির উপর ক্ষোভ প্রকাশ করে তার প্রকৃত চরিত্র উন্মোচন করে দিয়েছে গ্রামবাসী। তাদের মতে রাব্বি অত্যন্ত লোভী ও লম্পট প্রকৃতির দুষ্টচরিত্রবান। সে এর পূর্বে একাধিক মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে ধনসম্পত্তির লোভে এ ঘৃণ্য ও কুকর্ম করেছে বলে এলাকাবাসী জানিয়েছে। সে ঘরে এক স্ত্রী রেখে এভাবে দুই বা ততোধিক বিয়ে করাকে ও একটা অবৈধ ব্যবসায় পরিনত করেছে বলে জানিয়েছে এলাকাবাসী। SHARES সারা বাংলা বিষয়: