গোপালগঞ্জে জুলাই আগস্ট গন অভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের অনুকূলে সঞ্চয়পত্র ও চেক বিতরণ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, মে ৬, ২০২৫ শেখ ফরিদ আহমেদ।। ০৬ মে ২০২৫ তারিখ গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের অনুকূলে সঞ্চয়পত্র ও চেক বিতরণ করা হয়। এদিন বিকালে আনুষ্ঠানিকভাবে এসব চেক ও সঞ্চয়পত্র বিতরণ করেন জেলা প্রশাসক যুগ্ম সচিব জনাব মুহম্মদ কামরুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. আবু সাইদ মো: ফারুক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব স্বর্ণেন্দু শেখর মন্ডল, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. প্রেমানন্দ মণ্ডল, গোপালগঞ্জ ২৫০শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম তারেক সুলতানসহ জেলা প্রশাসনের এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। গোপালগঞ্জের ৬ জন নিহতের পরিবারের মধ্যে পরিবার প্রতি ১০লক্ষ টাকার সঞ্চয়পত্র ও ২০জন আহতদের প্রত্যেককে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। SHARES সারা বাংলা বিষয়: