আওয়ামীলীগ নেতা ও সাবেক মেয়র মনির গ্রেফতার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, মে ১১, ২০২৫ মোঃ ফজলে রাব্বি ।। নাটোরের নলডাঙ্গা উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগ নেতা ও নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত দুইটার দিকে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মনিরুজ্জামান মনির নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও নলডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং পৌরসভার সাবেক মেয়র মৃত শফির উদ্দিন মন্ডলের ছেলে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গতরাতে অভিযান চালিয়ে নাটোরের নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মনিরুজ্জামান মনিরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ২০১৮ সালের মারপিট ও চাঁদাবাজির ঘটনার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে লালডাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে। SHARES সারা বাংলা বিষয়: