কয়রায় বিএনপির সার্চ কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মে ১১, ২০২৫
অরবিন্দ কুমার মণ্ডল।।কয়রায় বিএনপির সার্চ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা গত শনিবার দুপুর ২ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
কয়রা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা পাইকগাছার সার্চ কমিটি গঠনের প্রধান ও খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছার সার্চ কমিট গঠনের সদস্য জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ,এম এ হাসান , আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, আতিক নেওয়াজ চঞ্চল। এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কয়রার ৭ টি ইউনিয়নের সিনিয়র বিএনপি নেতা আঃ সামাদ, আঃ রহিম সানা,রফিকুল মিস্ত্রী, ডিএম নুরুল ইসলাম, ফয়জুল করিম খোকন, হাবিবুর রহমান,জিএম রফিকুল ইসলাম, এফ এম মনিরুজ্জামান, শেখ সালাউদ্দিন লিটন, সরদার মতিয়ার রহমান, এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু গাজী সিরাজুল ইসলাম প্রমুখ। মতবিনিময় দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা, দ্রুত সময়ের মধ্যে কয়রা ৭ টি ইউনিয়নের সার্চ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করেন।