মিঠাপুকুরে সেনাবাহিনীর সফল অভিযান — ১৪ কেজি গাঁ’জা, ২০ গ্রাম হেরো’ইন, দেশীয় অ’স্ত্রসহ নারী মাদক কারবারি গ্রেফতার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, মে ১২, ২০২৫ মো: সজল সরকার ।। বালারহাট (মিঠাপুকুর) এলাকায় সেনাবাহিনীর চাঞ্চল্যকর অভিযানে ধরা পড়েছে মনোয়ারা বেগম নামের এক নারী, যার কাছ থেকে উদ্ধার করা হয় ১৪ কেজি গাঁ’জা, ২০ গ্রাম হেরো’ইন ও একটি দেশীয় অ’স্ত্র। তাঁকে গ্রেফ’তার করে আইনি প্রক্রিয়ায় জেলহাজতে পাঠানো হয়েছে। তবে প্রশ্ন রয়ে যায়— মনোয়ারা বেগম একা নয়। এই মাদকের বিশাল জাল ছড়ানো আশপাশের গ্রামগুলোতে। তার মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করলেই বের হয়ে আসবে এই চক্রের মূল হোতারা। এই পাটনারদের কেউ কেউ ইউনিয়নের বিভিন্ন গ্রামে এখনও নির্ভয়ে চালিয়ে যাচ্ছে ভয়ংকর এই ব্যবসা। এই শেকড় উপড়ে ফেলা এখন সময়ের দাবি। প্রশাসনকে ধন্যবাদ জানাই, এবং আহ্বান জানাই— যার যা করণীয়, আইন অনুযায়ী যেন তা দ্রুত ও দৃঢ়ভাবে করা হয়। সচেতন জনগণ বরাবরের মতো এবারও প্রশাসনের পাশে আছে। ইনশাআল্লাহ। এক্ষেত্রে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা—সাংবাদিকরা—এই চক্রের গোপন রূপ প্রকাশ করছি, প্রশাসনের কাজকে গতিশীল করছি, আর জনগণকে জানিয়ে দিচ্ছি— কারা আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। আসুন, মাদকমুক্ত মিঠাপুকুর গড়ি, সুস্থ-সুন্দর আগামীর বাংলাদেশ গড়ি। SHARES সারা বাংলা বিষয়: