ভাঙ্গায় বাড়ি থেকে গভীরাতে এক যুবকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, মে ১২, ২০২৫

মোঃ রিপন শেখ।।  ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামে  ইয়াছিন খালাসী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।১০ মে শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই সন্ত্রাসী হামলা ঘটনাটি ঘটে।
হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের দাবীতে নারী ও পুরুষ এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রাম্য আধিপত্য ও পূর্ব শত্রুতা এর জের ধরে রাতে বাদশা মাতুব্বরের নেতৃত্বে আরও ৮ থেকে ১০ জন সদস্য সন্ত্রাসী স্টাইলে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে জাহাঙ্গীর খালাসির বাড়িতে অনধিকার প্রবেশ করে এর পর  ইয়াছিন খালাসিকে বাড়ি থেকে ডেকে নিয়ে রাস্তা পাশে চকে ধান ক্ষেতে নিয়ে যায়। পরে সেখানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে ইয়াছিন খালাসিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে যুবক ইয়াছিনের পেটের বিভিন্ন অংশ বেড়িয়ে পড়ে। সেই সময়  বাদশার সহযোগী দুই যুবক রায়হান ও সজিব মাতুব্বর এসময় রায়হান মাতুব্বর গলায় কোপ লাগে ও সজিব সহ গুরুতর জখম হয়।

তাদেরকেও বাদশার লোকজন কুপিয়ে আহত করে তিনজন কে ফেলে ঘটনাস্থল পালিয়ে যায়। খবর পেয়ে বাড়ির লোকজন ও গ্রামবাসী  গুরুতর আহত অবস্থায় আহত ইয়াছিন খালাসিসহ তিন যুবককে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে নিয়ে গেলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হয়। এসময় পথিমধ্যে মারা যায় যুবক ইয়াছিন খালাসি (১৮)। এদিকে গ্রামের বাড়িতে ইয়াছিন খালাসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে থানমাত্তা গ্রামের সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। হত্যাকাণ্ডের সাথে জড়িত বাদশা মাতব্বরের বাড়িসহ বেশ কয়েকটি বাড়ি ভাংচুর ও লুটপাট চালানো হয়। নিহত যুবক ইয়াছিন খালাসি একই গ্রামের জাহাঙ্গীর খালাসির ছেলে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানান, গ্রাম্য পূর্ব শত্রুতা জেরধরে  ইয়াছিন খালাসি ও অপর একজনকে কুপিয়ে জখম করা হয়। এঘটনায় রাত ১২টার দিকে ইয়াছিন খালাসির মৃত্যুর খবরটি লোকের মুখে  জানতে পেরেছি।এবিষয়ে কোন অভিযোগ পাওয়া গেলে এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।