নওগাঁয় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, মে ১২, ২০২৫
সাইফুল ইসলাম।।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নওগাঁ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো ২ দিনব্যাপী ‘সাথী শিক্ষা শিবির ২০২৫’। জেলার সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত, এই শিবিরে বিভিন্ন উপজেলা থেকে আগত “সাথী”রা অংশগ্রহণ করেন।
শিবিরের মূল প্রতিপাদ্য ছিল— “সত্যবাদী, আদর্শিক ও আলোকিত নেতৃত্ব গঠনে শিক্ষার বিকল্প নেই।” উদ্বোধনী দিনে, ক্বারী মোঃ নাবিল বিন আহছান এর কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নওগাঁ জেলা শাখার সভাপতি মাওঃ মোঃ সারোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সংগঠনের প্রতিনিধি মোঃ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক, বলেন, “বর্তমান সময়ে তরুণদের আদর্শিক শিক্ষায় শিক্ষিত করা অত্যন্ত জরুরি। একজন সাথী শুধুমাত্র একজন ছাত্র নয়, বরং সে সমাজ পরিবর্তনের একজন সৈনিক। তাকে হতে হবে চারিত্রিকভাবে দৃঢ়, চিন্তায় স্বচ্ছ, ও নেতৃত্বে সুদক্ষ।”
শিবিরে বিভিন্ন সেশনে ইসলামী আদর্শ, নৈতিকতা, নেতৃত্ব, সময় ব্যবস্থাপনা, ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিমূলক বিষয়ের ওপর আলোচনা হয়। বিশেষজ্ঞ বক্তারা ইসলামী আন্দোলনের ইতিহাস, আদর্শিক সংগ্রামের পথ ও সাথী সদস্যদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব, আলোচনা সভা, দাওয়াতি কৌশল এবং কৌশলগত কর্মশালার আয়োজন করা হয়। এছাড়াও অংশগ্রহণকারীদের জন্য ছিল আত্মশুদ্ধি ও চরিত্র গঠনের বিশেষ অধিবেশন, যা সবার মাঝে ব্যাপক অনুপ্রেরণা জাগায়।
শিক্ষা শিবির শেষে অংশগ্রহণকারী “সাথী’রা” নতুন উদ্যমে সংগঠনের কাজে আত্মনিয়োগ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনেকেই এই আয়োজনকে তাদের জীবনের এক মোড় ঘোরানো অভিজ্ঞতা হিসেবে অভিহিত করেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক ও নৈতিক উন্নয়নমূলক আয়োজন অব্যাহত থাকবে।