নাটোরে সংস্কার কমিশনে নারীদের কোরআন বিরোধী প্রস্তাব বাতিল সংবিধানে কোরআনের পূর্ণআস্থা পূণর্বহাল ও আওয়ামী লীগ নিষিদ্ধে হেফাজতের মহাসমাবেশ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫

ফরহাদ খান।।

নাটোরে সংস্কার কমিশনে নারীদের কোরআন বিরোধী প্রস্তাব বাতিল সংবিধানে কোরআনের  পূর্ণআস্থা পূণর্বহাল ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে নাটোর জেলা হেফাজতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে  শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় হেফাজতে ইসলাম নাটোর জেলার উদ্দ্যোগে আয়োজিত সংস্কার কমিশনে নারীদের কোরআন বিরোধী প্রস্তাব বাতিল সংবিধানে কোরআনের  পূর্ণআস্থা পূণর্বহাল ও আওয়ামী লীগ নিষিদ্ধে হেফাজতের মহাসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, হেফাজত ইসলাম  এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীঅনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ মাদানীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শায়খ মুফতি হারুন ইজহার।বক্তারা বলেন,  দেশের স্বার্থে  যেকোন ক্লান্তি লগ্নে আলেমরা রক্ত দিতে দ্বিধাবোধ করেনি। আবারো যদি ইসলাম বিরোধী কোন আইন পাশ করার স্পর্ধা দেখায় তাহলে আমরা আবারও  রাজপথে রক্ত দিয়ে রুখে দিবো।তারা আরো বলেন, জুলাই বিপ্লবের কমিশন হঠন করলেন কিন্তু শাপলা চত্তরে গণহত্যার কোন কমিশন গঠন করা হলোনা। ফ্যাসিস্ট আওয়াসী লীগ আমলে কোন ব্যাক্তি স্বাধীনভাবে কথা বলতে পারেনি। আওয়ামী লীগকে  শুধু নিষিদ্ধ করলেই হবেনা গণহত্যাকারী হাসিনাসহ তার দোসরদের ফাসি কার্যকর করতে হবে। সংস্কার কমিশনে নারীদের কোরআন বিরোধী প্রস্তাব বাতিল করতে হবে। সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর  পূর্ণআস্থা পূণর্বহাল করতে হবে। ফ্যাসিস্ট আওয়াসী লীগের আমলে শাপলা চত্তরসহ সকল গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।তারা আরো বলেন, আমাদের লড়াই এখনও শেষ হয়নি। ভারতের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে এখনও অনেকে তৎপর রয়েছে। দেশে আর কোন মহল যেনো ভারতের  আধিপত্ত্ব প্রতিষ্ঠা করতে না পারে তরুন সেনা সদস্যদের প্রতি আহবান জানান। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হেফাজত ইসলাম ঢাকা  মহানগরীর যুগ্ম সম্পাদক মাওলানা ফয়সাল মাহমুদ হাবীবী, নাটোর জেলা হেফাজত ইসলামের সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ,সাংগাঠনিক সম্পাদক মোয়াজ্জাজ নাইম, সদর থানা সভাপতি, আহম্মদ মোস্তফাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।