মাদার তেরেসা গোল্ড অ্যাওয়ার্ড ২০২৫ এ মনোনীত হলেন তারালী মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫ শ্যামল কুমার মন্ডল।। মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫ এর জন্য মনোনীত হয়েছে সাতক্ষীরা জেলার,কালিগঞ্জ উপজেলার, তারালী ইউনিয়নের,তারালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু শশাঙ্ক কুমার রায়। জাতীয় ব্যক্তিত্ব স্বরণ পরিষদের উদ্যোগে আগামী ২৪ মে ২০২৫ শনিবার বিকাল ৩:৩০ যে হোটেল অরনেট( থ্রি স্টার )৩০,বিজয়নগর ঢাকায় “শ্রমের এর মর্যাদা রক্ষায় আমাদের করনীয়” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃত অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে প্রদান করা হবে এই অ্যাওয়ার্ড। উক্ত অ্যাওয়ার্ডে জন্য মনোনীত ব্যক্তিত্ব বাবু শশাঙ্ক কুমার রায় বর্তমানে তারালী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। জীবনে ২৯ বছর চাকরিতে তিনি একজন দক্ষ, সাহসী, হাস্যোজ্জ্বল, কর্মনিষ্ঠ, এবং কুশলী ব্যক্তি হিসেবে এলাকার মানুষের কাছে অত্যন্ত পরিচিত মুখ। বাবু শশাঙ্ক কুমার রায় সারাটি জীবন এই স্কুলের পিছনে মেধা ও শ্রম ব্যয় করেছেন। মানুষ গড়ার একজন দক্ষ কারিগর তিনি।আজীবন শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করতে চান।একই সাথে তিনি শিক্ষা বিস্তার ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য গুণীজন হিসাবে তাকে মনোনীত করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। SHARES সারা বাংলা বিষয়: