বাঞ্ছারামপুরে প্রেসক্লাবের ভিত্তি প্রস্থ স্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫ রিপন সরকার।। ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলায় দীর্ঘ ৩৬ বছর পর। বাঞ্ছারামপুর প্রেসক্লাবের ভিত্তি প্রস্থ স্থাপন করেন, আজ ১৪ই মে রোজ: বুধবার। ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন, বাঞ্ছারামপুর উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা জনাব ফেরদৌস আরা, সাথে ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার সম্মানিত ওসি জনাব মোরশেদ আলম। উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোল্লা মোঃ নাসির উদ্দিন,বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীম শিবলী , সহ-সভাপতি ফয়সল আহমেদ খান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সোহাইল আহমেদ, সম্মানিত সদস্য মো: পলাশ আহমেদ, মো: সাদ্দাম হোসেন, রিপন সরকার প্রমুখ। উক্ত প্রেসক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় সাংবাদিকরা বলেন, দীর্ঘ ৩৬ বছর পর বাঞ্ছারামপুরের মাটিতে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে বাঞ্ছারামপুর প্রেসক্লাব গঠিত হয়। এবং এই প্রেসক্লাবের আওতাধীন বর্তমানে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের ভবন নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সকল সাংবাদিক বৃন্দ যাতে করে এক হয়ে সত্য ন্যায়- এবং নিষ্ঠার সাথে সমাজের সামনে সত্য তথ্য তুলে ধরতে পারে এ প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যেতে চান বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকরা। সাংবাদিকতা পেশা হচ্ছে জাতির চতুর্থ স্তম্ভ এই মহান পেশায় যারা নিয়োজিত আছেন। সকলেই যাতে করে সমাজ এবং দেশের সামনে সত্য ন্যায় নিষ্ঠা তুলে ধরতে পারেন এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। SHARES সারা বাংলা বিষয়: