কলমাকান্দায় জমির অধিকার ও ডকুমেন্টেশন বিষয়ক প্রশিক্ষণ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৫ নাজমুলহুদা।। নেত্রকোনার কলমাকান্দায় জমির অধিকার, ডকুমেন্টেশন ও পরিষেবা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১টা থেকে উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে এ কর্মশালার আয়োজন করে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি)। কর্মশালায় সহযোগিতা করে ইউরোপীয় ইউনিয়ন। প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা পিসিসির সমন্বয়কারী কমিটির সভাপতি শেখ শামীম, উপজেলা কো-অর্ডিনেটর পল সুকান্ত দাস, সোশ্যাল মোবিলাইজার অঞ্জন সাংমা ও মোনালিসা হাজং। দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিরা যেন সঠিক তথ্য ও প্রয়োজনীয় সুবিধা পান—এ লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান। SHARES সারা বাংলা বিষয়: