মনোহরদীতে জমি নিয়ে সংঘর্ষ চাচার হাতে ভাতিজা নিহত ও আহত ১ জন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৫
মো হিমেল মিয়া।।
নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাঁপা ইউনিয়নের আতুশাল গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে জুয়েল মিয়া (৩৮) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী রিনা বেগম (২৮) আহত হয়েছেন।
নিহত জুয়েল মিয়া ওই গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে। আহত রিনা বেগম বর্তমানে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
বুধবার (২০ আগস্ট) দুপুরে গাছের চারা কাটাকে কেন্দ্র করে জুয়েল মিয়ার সঙ্গে তার চাচা তাঁরা মিয়া ও চাচাতো ভাইদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা মিয়া ও তার ছেলেরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে জুয়েল ও তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
মনোহরদী থানার ওসি (ভারপ্রাপ্ত) আব্দুল জব্বার জানান, “ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।”