১১ মে ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে জয়পুরহাটে ছাত্রশিবিরের পবিত্র কোরআন শরিফ বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫
মোঃ আবু সুফিয়ান মুক্তার।।
১১ মে ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এক অনন্য আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একশত (১০০) জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক ফখরুল ইসলাম।
তিনি বলেন, “এই পবিত্র গ্রন্থ আল-কোরআন আমাদের জীবনের পথনির্দেশনা। ছাত্রদের মধ্যে ইসলামী চেতনা জাগ্রত করাই আমাদের এ উদ্যোগের মূল লক্ষ্য। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদের নৈতিক ও আধ্যাত্মিকভাবে গড়ে তোলা অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ জুয়েল হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে বিশেষ মুনাজাতের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয় এবং ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।