লক্ষ্মীপুরে মানষিক ভারসাম্যহীন বৃদ্ধসহ ৪ জনের উপর হামলার অভিযোগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫ মেহেদী হাসান রাসেল।। লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনার কারণে স্ত্রী রুপবান ছেলে রাসেল-মেয়ে মারজাহানসহ মানষিক ভারসাম্যহীন বৃদ্ধ কাদেরের উপর হামলার অভিযোগ উঠেছে একই বাড়ীর আজিজ, আমির ও মেহেদী গংয়ের উপর। ঘটনাটি ১৬ মে শুক্রবার রাত নটায় সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্হ চার মনসা গ্রামের নজির ব্যাপারী বাড়ীতে ঘটে। আহতরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে আহত হাফেজ রাসেল জানান। সরেজমিনে গিয়ে জানা গেছে, ভারসাম্যহীন আ: কাদের এবং আজিজ, আমির ও মেহেদী একই পিতা নজির আহমেদের আগের এবং পরের ঘরের সন্তান। আ: কাদের (৭০) কয়েক বছর থেকে মানষিক ভারসাম্যহীন থাকাতে আশেপাশের ঘরে ডুকে পড়েন। মানসিক ভারসাম্যহীনতার কারণে আ: কাদের তার ঘরের পাশের সৎ ভাই আজিজ, আমিরদের ঘরে ডুকে পড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমির, আজিজ, মেহেদী, আজিজের স্ত্রী কারিমা, আমিরের স্ত্রী সুরমাসহ আরও ভাড়াটে ৫/৬ জনসহ ভারসাম্যহীন আ: কাদের, কাদেরের স্ত্রী রুপবান, পুত্র রাসেল, কন্যা মারজানকে এলোপাতাড়ি মারধর করলে স্হানীয়রা চারজনকে নিয়ে হাসপাতালে ভর্তি করে। ভারসাম্যহীন আ: কাদেরের কন্যা মারজাহান (৩০) এ প্রতিবেদককে বলেন, আব্বা-আম্মা, ভাইসহ আমাদেরকে তুচ্ছ ঘটনার কারণে আজিজ- আমির গংরা বেদম মারধর করার পরে আমি রাতে আমার তোরাবগঞ্জ বাজারস্হ শাহজাহান মিয়ার ভাড়া বাসায় ফিরতে পারি নাই। রাতে বাবার বাড়ীতে ছিলাম। বাসায় না যাওয়াতে আমার খালি বাসাতে রাতে চোর ঢুকে ২ ভরি স্বর্ণ ও নগদ ষাট হাজার টাকা আলমারি খুলে নিয়ে গেছে। আমার ধারণা আজিজ- আমির গংরাই তাদের ভাড়াটে লোক দিয়ে আমার ঘরের থেকে স্বর্ণ ও টাকা চুরি করাইছে। অভিযোগের বিষয়ে আনসার সদস্য আজিজ বলেন, আ: কাদের আমার সৎ ভাই, তিনি মানষিক ভারসাম্যহীন ব্যক্তি, তাঁর ছেলেরা তাকে সঠিক চিকিৎসা ও তার প্রতি সঠিকভাবে দেখাশোনা না করাতে আ: কাদেরের অত্যাচারে আমরাসহ এলাকাবাসী অতিষ্ঠ। আমরা আ: কাদের ও তার পরিবারের সদস্যদেরকে কোনো মারধর করি নাই। স্হানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জয়নাল আবেদীন বলেন, আ: কাদের মানষিক ভারসাম্যহীন ব্যাক্তি, তিনি আশেপাশের ঘরে ডুকে পড়া কেন্দ্র করে গতকাল শুক্রবার রাতে আজিজ-আমির ও কাদেরের পরিবারের মধ্যে মারামারির ঘটনার খবরটি আমার নলেজে আছে। আ: কাদেরের ছেলে রাসেল ভদ্রলোক, আমি তাকে মামলা না করার জন্য অনুরোধ করেছি। বিষয়টি দু’পক্ষকে নিয়ে বসে সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল মোন্নাফ বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কেহ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। SHARES সারা বাংলা বিষয়: