ঝিনাইদহ সীমন্তে ভারতে অবৈধ ভাবে প্রবেশের সময় ২৫ জন নারী পুরুষ আটক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫ সৌভিক পোদ্দার ।। ঝিনাইদহ ১৭ মে ২০২৫ ঝিনাইদহ সীমান্তে ভারত হতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২৫ জন নারী-পুরুষ আটক করেছে ৫৮ বিজিবিশনিবার সকাল হতে দুপুর পর্যন্ত তাদের সামান্তা ও বাঘাডাঙ্গা হতে পৃথক অভিযান চালিয়ে আটক করা হয়।৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৩৩-আর হতে আনুমানিক ২০০ মি. বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের বটতলা মোড় হতে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় ১ জন নারী বাংলাদেশি নাগরিক আটক করা হয়।অন্যদিকে, সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৪/১-এস হতে আনুমানিক ২ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে রুলি গ্রামের মোমিনতলা মোড়ের বাস স্ট্যান্ডের পাকা রাস্তার ওপর হতে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় ২৪ জন (পুরুষ-১২, নারী-৬ এবং শিশু-৫) বাংলাদেশি নাগরিক আটক করা হয়। তাদের বাড়ি, নড়াইল, খুলনা ও বরিশালে।তিনি আরও বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: