ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত!

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, মে ২০, ২০২৫
এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধুরইলে অবস্থিত ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে আজ ১৮ মে/২০২৫ রবিবার সকাল ১০টায় এক আনন্দঘন ও হৃদয়ছোঁয়া পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের উপাধ্যক্ষ পারুল রাণী। এতে উপস্থিত অভিভাবক ও ছাত্র/ছাত্রীদে উদ্যেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অত্র স্কুলের পরিচালক মোঃ আবু সুফিয়ান (মুক্তার)। তিনি শিক্ষার্থীদে ভবিষ্যৎ শিক্ষাজীবন ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। পাশাপাশি তিনি প্রতিটি শ্রেণির মেধাবী ও ভালো ফলাফলকারী ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষিকা মোছাঃ নাহিদা আক্তার এবং অসিস সহকারী মোছাঃ আরজিনা বেগম। তাঁরা শিক্ষার্থীদের অধ্যবসায়, শৃঙ্খলা ও নিয়মিত অধ্যয়ন সম্পর্কে উদ্বুদ্ধ করেন এবং অভিভাবকদের শিক্ষার প্রতি অধিক সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অভিভাবক মায়েদের মধ্যে থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ২য় শ্রেনী মেধাবী ছাত্র শাকিব আহম্মেদ এর মা সাবিনা ইয়াসমিন, নার্সারী শ্রেনীর মেধাবী ছাত্র ফারহান এর মা হাফিজা আক্তার ও প্লে-গ্রুপ এর মেধাবী ছাত্র আমির হামজার মা আয়শা সিদ্দিকা প্রমুখ।
অভিভাবক মায়েরা সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত প্রশংসা জানান এবং স্কুল কর্তৃপক্ষের এমন উদ্যোগের জন্য তাদের আন্তরিক ধন্যবাদ ও ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিশেষ এক পর্বে তিনজন আদর্শ মাকে “শ্রেষ্ঠ মা” হিসেবে সম্মাননা প্রদান করা হয়। স্কুল কর্তৃপক্ষ জানান, শুধু শিক্ষার্থীদের নয়, অভিভাবকদের ভূমিকাও সন্তানের সাফল্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সে কারণেই এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শিক্ষা বিষয়ে নতুন উৎসাহ সৃষ্টি করেছে।  ভবিষ্যতে আরও বড় পরিসরে
আয়োজন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন কর্তৃপক্ষ। যাতে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা আরও বাড়ে এবং শিক্ষা হয়ে ওঠে আনন্দময়।