গোপালগঞ্জ পিটিআইতে দুদকের অভিযানে দূর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মে ২০, ২০২৫ শেখ ফরিদ আহমেদ।। গোপালগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)তে নানাবিধ অনিয়ম- দুর্নীতির অভিযোগে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে। সোমবার ১৯ মে সকাল ১১ ঘটিকায় গোপালগঞ্জ দুদক কার্যালয়ের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেলের নেতৃত্বে গোপালগঞ্জ ঘোনাপাড়া মোড়ে পিটিআইতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে মর্মে দেখা যায়, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, গোপালগঞ্জের ইন্সট্রাক্টরদের উপকরণ সামগ্রী বিতরণ রেজিস্ট্রার ০১.১০.২০১৯ খ্রিঃ তারিখ পর থেকে লিপিবদ্ধ নাই। পরীক্ষণ বিদ্যালয়ের শ্লিপ বরাদ্দে অনিয়মের তথ্য পাওয়া গেছে। ২০২৩-২৪ অর্থ বছরে ইউপিএস ক্রয়ে অনিয়ম করা হয়েছে মর্মে তথ্য পাওয়া গেছে। দুদক সূত্রে জানা যায়, উক্ত অনিয়মসহ সংগৃহীত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন দুদক প্রধান কার্যালয়ে প্রেরণ করে আইনগত পদক্ষেপের বিষয়ে সুপারিশ করা হবে। এর পরবর্তীতে দুদক প্রধান কার্যালয়ের সিদ্ধান্ত মোতাবেক আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে মর্মে দুদকের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল দেশ সেবা প্রতিবেদককে জানান। SHARES সারা বাংলা বিষয়: