পাঁচবিবি পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্টিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫ মোঃ আবু সুফিয়ান মুক্তার ।। পাঁচবিবি পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত কর্মীদের অংশগ্রহণে আজ ২৩ মে (শুক্রবার) সকাল ৬টা ৩০ মিনিট থেকে বেলা ১০টা ৩০ মিনিট পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন পাঁচবিবি পৌর জামায়াতের আমীর মোঃ আবুল বাশার এবং সঞ্চালনা করেন পৌর সহকারী সেক্রেটারি ডাঃ মোশারফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি “বাইয়াতের গুরুত্ব ও তাৎপর্য” বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, “পরকালের জবাবদিহিতার চেতনা নিয়ে ইকামাতে দ্বীনের কাজ করতে হবে। মুমিনের প্রকৃত সফলতা পরকালের জীবনে। ইসলামী আন্দোলন, ইকামাতে দ্বীন ও জিহাদ ফি সাবিলিল্লাহ—এসবকে জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। বাইয়াত ইকামাতে দ্বীনের পথে একটি অবিচ্ছেদ্য শর্ত, কারণ বাইয়াত ছাড়া মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল। তিনি “ইসলামী আন্দোলনের কর্মীদের গুণাবলী” বিষয়ে আলোচনায় বলেন,ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নিজেদের পরিবার নিয়েও চিন্তা করতে হবে। জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তির জন্য পরিবারের সদস্যদের ইসলামের সু-মহান আদর্শের ভিত্তিতে গড়ে তুলতে হবে। স্ত্রী-সন্তানদের ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে হবে। চরিত্র গঠনের মৌলিক উপাদান বই এর উপর আলোচনা পেশ করেন পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার) তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের মূল হাতিয়ার হচ্ছে তাদের চরিত্র। একজন কর্মী যতই জ্ঞানী বা সক্রিয় হোক না কেন, যদি তার চরিত্রে দুর্বলতা থাকে, তবে সে ইসলামের প্রকৃত প্রতিনিধি হতে পারে না। এ ছারাও দারসূল কুরআন পেশ করেন উপজেলা জামায়াতের অন্যতম কর্মপরিষদ সদস্য বিশিষ্ঠ আলেম মাওলানা আবুল বাশার। বক্তারা আগামী দিনে ইসলামী আন্দোলনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, পৌরসভায় সংগঠনকে জোরদার করতে প্রতিটি কর্মীকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। SHARES সারা বাংলা বিষয়: