ধামইরহাটে ড্রাম ট্রাকে পিষ্ট হয়ে সেনা সদস্যের মৃত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, জুন ৪, ২০২৫
ছাইদুল ইসলাম।।
নওগাঁর ধামইরহাটে  আঞ্চলিক হাইওয়েতে  ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য  আব্দুর রশীদ চৌধুরী (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। উপজেলার বিহারীনগর এলাকার মৃত হবিবুর রহমান চৌধুরীর ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। বর্তমানে তিনি ধামইরহাট থানার অবসরপ্রাপ্ত সৈনিকসংস্থা সভাপতি হিসাবে দায়িত্বে  ছিলেন।পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান যে, মঙ্গলবার সকালে উপজেলার আমাইতাড়া বাজার থেকে আব্দুর রশীদ চৌধুরী বাইসাইকেল যোগে নিজ গ্রাম বিহারী নগর তার নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে একই দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক তার বাইসাইকেল সহ  ধাক্কা দেয়। এতে  ঐ সেনা সদস্য  বাইসাইকেল সহ ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন । খবর পেয়ে ধামইরহাট  থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেন।
ধামইরহাট থানার ওসি আব্দুল মালেক মৃতের খবর জানতে চাইলে তিনি বলেন  লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে ছিল ।আইনি প্রক্রিয়া  শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।