নরসিংদিতে ট্রেন দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫ মো হিমেল মিয়া।। ছেলের খোঁজ নিতে কলেজে গিয়েছিলেন মা-বাবা। দায়িত্ব আর মমতার টানে দেখা করতে গিয়েছিলেন সন্তানের সঙ্গে। কিন্তু আর ফেরা হলো না—ফেরার পথেই ট্রেনের ধাক্কায় নিথর দেহে পরিণত হলেন তারা। সোমবার (৩০ জুন) বিকেলে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া রেলক্রসিং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রবাসফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)। স্থানীয় সূত্রে জানা যায়, সাহেপ্রতাব এলাকার একটি কলেজে ছেলের খোঁজখবর নিতে যান এই দম্পতি। ছেলের সঙ্গে দেখা শেষে বিকেলে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে দগরিয়া রেলক্রসিং পার হওয়ার সময় নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তীব্র আঘাতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়, ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আমিনুল ও আকলিমা। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আওলাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই দুর্ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা বলছেন, প্রবাসজীবন শেষে দেশে ফিরেই সন্তানদের ভবিষ্যতের জন্য ছুটছিলেন জজ মিয়া। এমন পরিণতি কে ভেবেছিল! SHARES সারা বাংলা বিষয়: