কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় ঝুট গোডাউন সহ ৪২ কক্ষ পুড়ে ছাই

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৪

জিসান ইজাজ,কালিয়াকৈর। গাজীপুরের কালিয়াকৈরে মাঝ রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঝুট গোডাউনসহ পাশে থাকা আবাসিক কলোনির প্রায় ৪২ টি কক্ষ পুড়ে ছাই হয়েছে।

সোমবার (২৫ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে জেলার কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ দক্ষিণপাড়া এলাকায় স্থানীয় ঝুট ব্যবসায়ী জনি মিয়ার গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পাশের সোহেল রানা নামে এক ব্যক্তির আবাসিক কলোনিতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৪২ টি কক্ষ আগুনে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আলপনা আক্তার নামে এক পোশাকশ্রমিক বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী রাতের খাবর খেয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ চেঁচামেচির শব্দ পেয়ে ঘুম ভেঙে দেখতে পাই আমার রুমের আশপাশে দাউদাউ করে আগুন জ্বলছে। আমরা কোনোভাবে জীবন নিয়ে বাসা থেকে বের হতে পেরেছি। আমাদের বেতন ও বোনাসের প্রায় ৫০ হাজার টাকা রুমে ছিল,সব পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জোটের গোডাউনের মালিক জনি মিয়া বলেন, ‘রাত ১টা ২০ মিনিটে সংবাদ পাই আমার জুটের গোডাউনে আগুন লেগেছে। বাসা থেকে ছুটে এসে দেখি পুরো গোডাউন পুড়ে গেছে। গোডাউনটিতে প্রায় ৩ কোটি টাকার মালামাল স্টক ছিল।

প্রত্যক্ষদর্শী ও বাড়ির মালিক জানান, রাত আড়াইটার দিকে পল্লীবিদ্যুৎ দক্ষিণপাড়া এলাকায় জনি মিয়ার ঝুট গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। পরে মূহুর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। আগুন দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। ততক্ষণে আগুন পাশের দুইটি কলোনিতে ছড়িয়ে পড়ে। এ সময় ওই কলোনিতে থাকা লোকজন আতঙ্কিত হয়ে বের হয়ে আসে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।