বগুড়ার কাহালু পৌরকর মেলা-২০২৫ খ্রিস্টাব্দ শুভ উদ্বোধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৫ মোঃ আবু সাঈদ।। “নিয়মিত পৌর কর পরিশোধ করি,নাগরিক সেবা নিশ্চিত করি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বগুড়ার কাহালু পৌর সভার আয়োজনে মঙ্গলবার বেলা এগারো টায় পৌরসভা কার্যালয়ে ১৭-২৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ সাত দিন ব্যাপী পৌর করমেলা শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব।উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোছাঃ রেবেকা সুলতানা (ডলি)।অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর কর আদায়কারী মোঃ ফখরুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আব্দুস শহিদ খাঁন,উপজেলা সমাজ সেবা অফিসার – পৌর কাউন্সিলর মোঃ আবিদুর রহমান আবিদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার – পৌর কাউন্সিলর মোঃ গোলাম মোরশেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার – পৌর কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম, সহকারী কর আদায়কারী মোঃ মোসাদ্দেক হোসেন ও সালাউদ্দিন, সহ প্রমুখ। উল্লেখ্য যে পৌর কর মেলা উদ্বোধন অনুষ্ঠানে পৌর সভার সকল কর্মকর্তা কর্মচারী সাংবাদিক, পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তাদের পৌর কর পরিশোধ করেন। SHARES সারা বাংলা বিষয়: