রিকশা চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জুন ২২, ২০২৫ শেখ ফরিদ আহমেদ।। গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের পারকুশলি গ্রামে ব্যাটারি চালিত রিকশা চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহাবুর মল্লিক (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল (২০ জুন) দিবাগত রাতে। ২১জুন শনিবার ভোরে আবিষ্কৃত হয় মাহাবুর মল্লিক এর বিদ্যুৎপৃষ্ট মরদেহ। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারকুশলি গ্রামের রিকশাচালক বদর মোল্লা তার ব্যাটারিচালিত রিকশাটি চার্জে দিয়ে রাখেন। এ সময় মাহাবুর মল্লিক রিকশাটি চুরির চেষ্টা করলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মাহাবুর সদর উপজেলার চরমানিদাহ ইউনিয়নের আদর্শ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: