ফরিদগঞ্জে মাদক কারবারিদের হাতে খুনের শিকার মোস্তফার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৫

মোঃ শাখাওয়াত হোসেন  মিন্টু ।।

ফরিদগঞ্জে মাদক কারবারিদের হাতে  খুন হওয়া যুবক মোস্তফার খুনীদের বিচার এবং মাদকের সকল আস্তানা ধবংস করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
রোববার (২২ জুন ২০২৫) বিকালে উপজেলার কড়ৈতলী বাজারে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েকশতাধিক নারী পুরুষ অংশ নেয়। মানববন্ধনে অংশ নেওয়া লোকজন জানান, মাদক কারবারিদের কারণে এলাকার সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। সর্বশেষ এদের হাতে খুনের শিকার হতে হয়েছে সিএনজি চালক যুবক মোস্তফা। এসময়ে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা মো. নান্নু, নিহত মোস্তফার সহোদর ভাই আলাউদ্দিনসহ স্থানীয়রা।
উল্লেখ্য, গত ১২ জুন ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে মো. সোহেল, ফয়সাল ও রুবেল হোসেনের নেতৃত্বে গড়ে ওঠা এই মাদক বারবারিদের হাতে হত্যাকান্ডের শিকার হয়েছেন একই এলাকার দিনমজুর মো. মোস্তফা। ক্ষমতার দাপটে একটি পরিবার এলাকায় গড়ে তুলেছে মাদকের সাম্রাজ্য। মাদক কারবারী এ পরিবারটিকে যারাই বাধা দিচ্ছে, তারাই হচ্ছে হামলার শিকার। বেশ কয়েকটি ঘরবাড়ি অস্ত্রশস্ত্র দিয়ে ভাংচুর করার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।