নাসিরনগরে পল্লী বিদ্যুৎ এর ভূতুড়ে বিল! বিল পরিশোধের পর ও একই বিল গ্রাহকের হাতে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৫
মোঃ সাইফুল ইসলাম।।
২৩ জুন,নাসিরনগরে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের নিকট থেকে একের পর এক অভিযোগ আসছে “ভূতুড়ে বিদ্যুৎ বিল” নিয়ে। অনেক গ্রাহক অভিযোগ করছেন, তারা বিল পরিশোধ করেও পুনরায় একই মাসের বিলের কপি তাদের ঠিকানায় পৌঁছেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয় এক গ্রাহক মোঃ শাহজাহান মিয়া বলেন, “আমি মে মাসের বিল নির্ধারিত সময়ে পরিশোধ করেছি। অথচ দুই দিন পর আবার একই বিলের কপি বিদ্যুৎ অফিস থেকে এসে দিয়ে যায়। এতে আমি হতবাক হয়ে যাই।”
শ্রীঘর গ্রামের একজন জানান, আমি গত মাসের বিল পরিশোধ করেছি কিন্তু এই মাসে আবারও এই বিল নতুন করে এডজাস্ট হয়ে এসেছে,আমি এই সমস্যার প্রতিকার চাই।
আরেক ভুক্তভোগী মহিলা জানান, “আমরা সময়মতো বিল দেই। অথচ বারবার একই বিল দিয়ে হয়রানি করা হচ্ছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না।”
এ বিষয়ে নাসিরনগর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম প্রকৌশলী মোঃ  আমজাদ হোসেন কে ফোন দিলে উনি ফোন রিসিভ করেন নি। অন্য এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। কিছু প্রযুক্তিগত ত্রুটি বা বিল আপডেট সিস্টেমে দেরির কারণে এমন হতে পারে। তবে অনাকাঙ্ক্ষিত এই বিল গ্রাহকদের বিভ্রান্ত করছে, সেটি আমরা স্বীকার করছি।”
ভোগান্তি থেকে মুক্তি পেতে ভুক্তভোগীরা দ্রুত সমস্যার সুষ্ঠু সমাধান দাবি করেছেন।