তিনানীপাড়া ইসলামি ছাত্র সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৪

মোঃমুরাদ মিয়া। শেরপুরের জেলার শ্রীবরদী উপজেলাধীন ঝগড়ার চর তিনানীপাড়া ইসলামি ছাত্র সংঘ এর উদ্যোগে ১৬তম রমজানে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দরিদ্র মানুষের ক্রয়ের ক্ষমতার বাহিরে যাওয়ায় তাদের নাভিশ্বাস হয়ে উঠেছে।এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও তাদের পরিবার।এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে তিনানীপাড়া ইসলামি ছাত্র সংঘ নামের সামাজিক সংগঠনটি।

সামাজিক সংগঠনটির মাধ্যমে অসহায় ৮০ টি পরিবারে মধ্যে ২৭ তারিখ দিবাগত রাতে ইফতার সামগ্রী পৌছিয়ে দেওয়া হয় ।

সংগঠনটির সভাপতি ক্বারী নোমান বিন আব্বাস জানান ,তিনানীপাড়া ইসলামি ছাত্র সংঘ বিগতদিনেও বিভিন্ন সময় সামাজিক কার্যকলাপের সাথে এলাকার বিভিন্ন কাজে ভূমিকা পালন করে আসতেছে ৷
উল্লেখযোগ্য কয়েকটির মধ্যে তিনি বলেন ,
পৃথিবীতে জলবায়ুর পরিবর্তনে আমাদের নানা ধরনের ক্ষতি হচ্ছে- এমতাবস্থায় জলবায়ু পরিবর্তন রোধে গ্রামে সচেতনতা বৃদ্ধি ও গ্রামে মানুষের হাতে ৬০০ টি গাছ বিতরণ করা হয়েছে। সেই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগানো হয়েছে। করোনা কালীন জীবানুনাশক ছিটানো ও প্রতি বছর দুইটি ঈদ দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো:মোস্তাফিজুর রহমান বলেন ,রমজান মাসে দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষগুলো কঠিন সময় পার করিতেছে।এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।তিনি আরোও বলেন ,আমরা আমাদের সংগঠন এর মাধ্যমে বিগত দিনের ন্যায় আগামীতে আরো বড় বড় কাজের উদ্যোগ গ্রহন করে সামাজিক ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ ৷
ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মাসুদ রানা,যুগ্ম সম্পাদক ছানোয়ার হোসেন ,সদস্যদের মধ্যে আতিকুর রহমান,আমিনুল ,কবির ,সুমন ,নাছিরসহ প্রমুখ ৷

উক্ত ইফতার সামগ্রী বিতরণে সামগ্রিকভাবে পরামর্শ ও সহযোগিতা করেছেন সংগঠনটির উপদেষ্টা মন্ডলির সদস্য- এম এ হামিদ, আলমগীর হোসেন, জাহিদ, আমিনুল ইসলাম ও দেলুয়ার হোসেন।উক্ত কার্যক্রমে সফল করার জন্য বিশেষভাবে অবদান রাখেন রায়হান ,উজ্জ্বল,হারুন,সাদ্দাম,
আলফাজ ,আমিনুল,খলিল ও মামুন।

ইফতার সামগ্রী বিতরণের শেষে সভাপতি ক্বারী নোমান বিন আব্বাস এর দোয়ার মাধ্যমে কার্যক্রম টি সমাপ্তি ঘটে।