আজমিরীগঞ্জ থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি মো: আজিজুল ইসলাম দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৫ রামকৃষ্ণ তালুকদার ।। হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানায় পরিদর্শনে আসেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: আজিজুল ইসলাম। ২৪শে জুন২০২৫ইং মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় তিনি থানা প্রাঙ্গণে পৌঁছে থানার কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের সেবার মান নিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি থানা চত্বরে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার, মামলা-তদন্তের অগ্রগতি, আসামি হাজতখানা, অস্ত্রাগার এবং থানা ভবনের সার্বিক পরিস্কার-পরিচ্ছন্নতা পর্যালোচনা করেন। তিনি থানায় আগত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং পুলিশের সেবায় সন্তুষ্টি ও অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন।পরে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অতিরিক্ত ডিআইজি মো: আজিজুল ইসলাম বলেন, “জনগণকে দ্রুত এবং কার্যকরী সেবা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব। অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তায় সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে পুলিশকে কাজ করতে হবে।” তিনি আরো বলেন, থানা হবে জনগণের সেবাকেন্দ্র, যেখানে প্রত্যেক নাগরিক সহযোগিতা এবং নিরাপত্তা পাবেন।এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো : শফিকুল ইসলাম ,অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যম কর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি থানা এলাকার আইন-শৃঙ্খলার উন্নয়নে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করে সন্তোষ প্রকাশ করেন। SHARES সারা বাংলা বিষয়: