মশিন্দা ইউনিয়নে লটারীর মধ্যে VWB এর নাম ঘোষণা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৫ এস এম পারভেজ তালুকদার ।। আজ ২৫/৬/২৫ ইং বুধবার সকাল ১০ টার সময় গুরুদাসপুর উপজেলার ৪ নং মশিন্দা ইউনিয়নে সুবিধাভোগী মানুষের অনলাইনে আবেদন করেন VWB চাউলের জন্য আবেদনের মোট সংখ্যা ১৪৬৯ জন এর মধ্যে অনিয়ম ও দুর্নীতি রোধে সুবিধাভোগী মানুষের কল্যাণ সকল মানুষের সুবিধার্থে লটারীর মধ্যে দিয়ে নাম ঘোষণা করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন মোছাঃ রেখা মনি, গুরুদাসপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা , মোঃ আব্দুল বারী, চেয়ারম্যান মশিন্দা ইউনিয়ন পরিষদ, কিশোরী মোহন পাল, সচিব মশিন্দা ইউনিয়ন পরিষদ, এছাড়াও উপস্থিত ছিলেন মশিন্দা ইউনিয়ন পরিষদে ৯ টি ওয়ার্ডের ইউপির সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সহ রাজনৈতিক নেতা কমী সহ সুধীজন মোট ৯ টি ওয়ার্ডের সুবিধাভোগী মানুষের নাম এই লটারীর মাধ্যমে ঘোষণা করা হয়েছে ৯টি ওয়ার্ডে লটারীতে নাম ঘোষণা করা হয় ৪২৩ জনের, এদের মধ্যে কেউ যদি কোন সরকারি সুযোগ সুবিধা ভোগ করে থাকে তাহলে যাচাই-বাছাই শেষে বাদ দেয়া হবে বলে জানান গুরুদাসপুর উপজেলা বি মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রেখা মনি। SHARES সারা বাংলা বিষয়: