ধামইরহাটে ৪০২৭ জন পেল কৃষি প্রণোদনা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৫
ছাইদুল ইসলাম ।।
নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা-২০২৪-২৫  বিতরণ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ জুন) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. জেসমিন আক্তা

রের সভাপতিত্বে উপজেলার তালিকাভুক্ত ৪০২৭ জন কৃষকদের মধ্যে ২৩৩০ জনের প্রত্যেককে মাথাপিছু ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
অন্যদিকে কৃষক পর্যায়ে মাথাপিছু প্রত্যেককে চারটি করে ৬০টি আমের চারা, ৪০ জনকে মরিচের চারা, ৯০ জন কৃষককে সবজির বীজ এবং সাতজন কৃষকদের মধ্যে পেঁয়াজের এয়ারফ্লো মেশিন দেওয়া হয়।
এছাড়াও তালিকাভুক্ত কয়েকটি প্রতিষ্ঠানের জন্য প্লাষ্টিকের বেড়াসহ ১৪০টি তাল গাছের চারা, ২৬০টি নারিকেল গাছের চারা এবং ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ১১০০ জন শিক্ষার্থীদের মাথাপিছু প্রত্যেককে চারটি করে জাম, বেল ও নিম গাছের চারা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রকৌশলী আবদুল হাকিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মনসুর আলী প্রমুখ।