ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫

ঢাকা-মাওয়া-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের শুরু হলো ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ও এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়ায় মহাসড়কের পাশ দিয়ে দখলে থাকা ফুটপাতের দোকানপাট  ও দুটি যাত্রীছাউনির মধ্যে দখলে থাকা বিভিন্ন বাসকাউন্টার ও আশপাশের চায়ের দোকান গুলোতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সোমবার বেলা ১২ টার দিক থেকে প্রাই ২ ঘন্টাব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা প্রশাসন। উচ্ছেদ অভিযানে অংশ নেন ভাঙ্গা হাইওয়ে ও লোকাল থানা পুলিশ, ভাঙ্গা পৌরসভা,  সড়ক ও জনপদের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, ইতিপূর্বে হাইওয়ে এক্সপ্রেসের শুরু ভাঙ্গা বাসস্ট্যান্ডের পাশ দিয়ে গড়ে ওঠা ফুটপাত দখলমুক্ত করার জন্য সড়ক ও জনপদ এবং প্রশাসনের পক্ষ থেকে নোটিশ ও মাইকিং প্রচারণা চালানো হয়।  কিন্তু সেসব নির্দেশনা অমান্য করে যারা এখনও এক্সপ্রেসের পাশে ফুটপাত দখল করে দোকানপাট বসিয়ে ছিল ও যাত্রীদের জন্য যাত্রিছাউনী দখল করে বাস কাউন্টার গন দখল করেছিল তাদের আজ উচ্ছেদ করা হলো। মানুষের জান-মালের নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতে মহাসড়কে এমন অভিযান অব্যাহত থাকবে। এতে আইন অমান্যকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান জানান, হাইওয়ে এক্সপ্রেসের দূর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলিতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও অভিযানে থ্রী-হুইলার ও  পরিবহন জব্দসহ ৫ টি মামলা করা হয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভুমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা কাওসার মাতুব্বর সহ লোকাল থানা ও ট্রাফিক পুলিশ, সড়ক ও জনপদের কর্মী ও সাংবাদিক প্রমুখ।

মোঃ রিপন শেখ ।।