কেন্দুয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের   খরিফ -২ রোপাআমন (উফশী) মৌসুমের ফসলের কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।
মঙ্গলবার (১জুলাই) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষক প্রশিক্ষণ সংলগ্ন এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি ।
রোপাআমন মৌসুমে পর্যায়ক্রমে মোট ১৯শত কৃষকের মাঝে এ সব উপকরণ বিতরণ করা হবে । প্রতি কৃষককে ৫কেজি আমন বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হবে । উদ্বোধনী দিনে ৭টি ইউনিয়নে বিতরণ করা হয় । সাধারনত প্রতিটি ইউনিয়নের তিনটি ব্লকে একজন করে কৃষি উপসহকারী কর্মকর্তা বিতরণকৃত উপকরণের তত্বাবধানের দায়িত্বে থাকেন ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হানিফুজ্জামান, কৃষি উপসহকারী কর্মকর্তা মোঃ ফারুক আহসান, ভুক্তভোগী কৃষক ও সাংবাদিকবৃন্দ ।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার  বলেন , আমাদের লক্ষ্যমাত্রা পূরণে রোপা আমনের উফশী প্রণোদনা দেয়া হয় । তিনি আরো বলেন, প্রতি  মৌসুমে রোপাআমন ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে এ সব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়ে থাকে ।
 কোহিনূর আলম ।।