মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ বহু মামলার পলাতক আসামি জাকারিয়া চৌধুরী সেনাবাহিনীর হাতে আটক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫ মো:শামীম মিয়া ।। হবিগন্জের মাধবপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতা ও হত্যাকান্ড সহ একাধিক মামলার পলাতক আসামি জাকারিয়া চৌধুরী (৪৬) সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন। আজ ১ জুলাই ২৫ সোমবার দুপুরে হবিগঞ্জ শহরতলীর একটি এলাকা থেকে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। বিষয়টি নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছেন। আটককৃত আসামি জাকারিয়া চৌধুরী মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের আব্দুল্লাহ চৌধুরীর ছেলে। সূত্রে আরও জানা যায়, চলতি বছরের মার্চ মাসে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের করা নং-৩৪/২৫ হত্যা মামলার ১৬৩নাম্বার অভিযুক্ত আসামি । এছাড়াও গত জুলাইয়ে সংঘটিত একটি অভ্যুত্থানচেষ্ঠা, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে অন্তত ডজন খানেক মামলা রয়েছে। সংশ্লিষ্ট আইনশৃংখলা বাহিনী জানিয়েছেন, জাকারিয়া চৌধুরী কে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার গ্রেফতারের মধ্য দিয়ে আরও কিছু সংঘবদ্ধ অপরাধের রহস্য উদঘাটনের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। SHARES সারা বাংলা বিষয়: