মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ বহু মামলার পলাতক আসামি জাকারিয়া চৌধুরী সেনাবাহিনীর হাতে আটক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫
‎মো:শামীম মিয়া ।।
‎হবিগন্জের মাধবপুর ‎বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনে সহিংসতা ও হত্যাকান্ড সহ একাধিক মামলার পলাতক আসামি জাকারিয়া চৌধুরী (৪৬) সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন।
‎আজ ১ জুলাই ২৫ সোমবার দুপুরে হবিগঞ্জ শহরতলীর একটি এলাকা থেকে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। বিষয়টি নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছেন।
‎‎আটককৃত আসামি জাকারিয়া চৌধুরী মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের আব্দুল্লাহ চৌধুরীর ছেলে।
‎সূত্রে আরও জানা যায়, চলতি বছরের মার্চ মাসে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের করা নং-৩৪/২৫ হত্যা মামলার ১৬৩নাম্বার অভিযুক্ত আসামি । এছাড়াও গত জুলাইয়ে সংঘটিত একটি অভ্যুত্থানচেষ্ঠা, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে অন্তত ডজন খানেক মামলা রয়েছে।
‎‎সংশ্লিষ্ট আইনশৃংখলা বাহিনী জানিয়েছেন, জাকারিয়া চৌধুরী কে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার গ্রেফতারের মধ্য দিয়ে আরও কিছু সংঘবদ্ধ অপরাধের রহস্য উদঘাটনের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।