চাটখিলে প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫
চাটখিল উপজেলার কড়িহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ গতকাল  সোমবার সকালে অনুষ্ঠিত হয়। কড়িহাটি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সভাপতিত্ব করেন কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আবদুল হান্নান পাটোয়ারী, শিক্ষানুরাগী মামুনুর রশীদ, বি.এনপি নেতা জহিরুল ইসলাম,মহিন উদ্দিন সুমন,আবদুল মান্নান, জামায়াত নেতা শাহরিয়ার রশিদ খসরু।
কড়িহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় ভিত্তিক স্লিপ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে অংশিজনদের সাথে অনুষ্ঠিত এই সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল কবির পরিকল্পনা তুলে ধরেন এবং  বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।  পরে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম।
মোঃ হানিফ ।।