গোয়ালাবাজার আদর্শ উচ্চবিদ্যালয়ে এডহক কমিটি গঠন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫
শরীফ আহমদ চৌধুরী। ।   সিলেটের ওসমানীনগর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গোয়ালাবাজার আদর্শ উচ্চবিদ্যালয়ে নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠনের অংশ হিসেবে এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন এডহক কমিটিতে অভিভাবক প্রতিনিধি হিসেবে ইসলাম উদ্দিনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন সভাপতি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে উপজেলা আইসিটি কর্মকর্তা   খান জাহান আলী, বিদ্যালয়ের  প্রধান শিক্ষক সামছুল হক  পদাধিকারবলে সদস্য সচিব ও সহকারী শিক্ষক আব্দুন নুর কে  শিক্ষক প্রতিনিধি করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উক্ত  বিদ্যালয়ের চলমান একাডেমিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং শিক্ষার মানোন্নয়নে এডহক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় অভিভাবকগণ নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শিক্ষার পরিবেশ উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এদিকে শিক্ষানুরাগী ও বিশিষ্ট রাজনীতিবিদ ইসলাম উদ্দিন কে উক্ত বিদ্যালয়ের এডহক কমিটিতে অভিভাবক প্রতিনিধি মনোনীত করায় সংশ্লিষ্ট কতৃপক্ষ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি  ।