কেন্দুয়ায় ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫ কোহিনূর আলম। । সেবাগ্রহীতার কাছে সরকারি ভূমি সেবা আরো সহজ করে তোলার জন্যে “ভূমিসেবা সহায়তা কেন্দ্র”এর শুভ উদ্বোধন করলেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার । বুধবার (২জুলাই) বিকালে “কেন্দুয়া আইটি পার্ক অ্যান্ড স্মার্ট সার্ভিস পয়েন্ট” প্রাঙ্গণে এ শুভ উদ্বোধন করেন তিনি । উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা । “ভূমিসেবা সহায়তা কেন্দ্র” এর মাধ্যমে ভূমি সেবা হবে আরো স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, দালালমুক্ত ও সহজলভ্য । এমন প্রত্যাশাই ব্যক্ত করেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও উপস্থিত সুধিজন । জানা যায়, ভূমি সেবা জন সাধারণের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটি উপজেলায় একটি করে “ভূমিসেবা সহায়তা কেন্দ্র” উদ্বোধন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় শিক্ষার্থী ও কেন্দুয়া আইটি পার্ক এন্ড স্মার্ট সার্ভিস পয়েন্ট ” এর সাথে সংশ্লিষ্টরা । SHARES সারা বাংলা বিষয়: