নোয়াখালীতে ট্রাফিক বক্সের অভাবে বাড়ছে যানজট: ঝড়বৃষ্টিতে অসহায় ট্রাফিক পুলিশ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫ মোঃরিয়াজুল সোহাগ ।। নোয়াখালী জেলার চৌমুহনী ও চৌরাস্তায় যানজট সমস্যা দিন দিন বাড়তে থাকায় স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। ট্রাফিক বক্স না থাকায় সড়কের উপর যানবাহনের নৈরাজ্য সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের যাতায়াতকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে। সম্প্রতিকালে বৃষ্টিপাতের কারণে সড়কগুলো পানির নিচে ডুবে যাওয়ার ফলে পরিস্থিতি আরও অবনতি ঘটেছে। ট্রাফিক পুলিশের সদস্যরা দুর্বিষহ আবহাওয়ার মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছেন, কিন্তু তাদের কার্যক্ষমতা সীমিত থাকার কারণে যানজট নিয়ন্ত্রণে তারা প্রায় অসহায় হয়ে পড়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিন ক্রেতাদের আসার পথে যানজটের কারণে তাদের বিক্রির হার কমে যাচ্ছে। এদিকে, সাধারণ যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না, যা নানা জরুরি সেবার কার্যক্রমেও প্রভাব ফেলছে। এলাকার মানুষ দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তাদের মতে শিগগিরই ট্রাফিক বক্স স্থাপন না করা হয়, তাহলে এই সমস্যা দ্রুত সমাধানের সম্ভাবনা নেই। গত কয়েকবার স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন, এবং আশাবাদী যে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। বড় ধরনের এই বিপর্যয় মোকাবেলা করার জন্য জরুরি ভিত্তিতে কাজ করা প্রয়োজন, নাহলে নোয়াখালীতে যানজটের এই ভয়াবহতা অচিরেই আরও বেড়ে যাবে, বলে জানান স্থানীয়রা। SHARES সারা বাংলা বিষয়: