গোপালগঞ্জে জাতীয় পরিচয় পত্র সংশোধনে ঘুষ দাবির অভিযোগ, তদন্তে নির্বাচন কমিশনের কমিটি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৫ শেখ ফরিদ আহমেদ ।। গোপালগঞ্জে জাতীয় পরিচয়পত্রে তথ্য সংশোধনের বিনিময়ে জেলা নির্বাচন অফিসার মো. মাহফুজুর রহমানের বিরুদ্ধে ২ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ নির্বাচন কমিশন দু’ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে, যাদের ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযোগকারী মো. ইলিয়াচুর রহমান গোপালগঞ্জ পৌরসভার আরামবাগ এলাকার বাসিন্দা। দীর্ঘ সাড়ে চার বছর সৌদি প্রবাসে থাকার পর ২০২১ সালের শেষদিকে তিনি দেশে ফেরেন। সম্প্রতি নিজের জাতীয় পরিচয়পত্রে নামের বানান ও জন্ম-তারিখ সংশোধনের প্রয়োজন হলে তিনি জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করেন। দৈনিক দেশ সেবা পত্রিকা প্রতিবেদককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “গত এপ্রিল মাসে আমি পাসপোর্টসহ যাবতীয় কাগজপত্র নিয়ে জেলা নির্বাচন অফিসে যাই এবং অফিসারের সঙ্গে সাক্ষাৎ করি। তিনি বিষয়টিকে জটিল উল্লেখ করে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। আমি আর্থিক অসচ্ছলতা জানালে তিনি পরে কাগজপত্র নিয়ে দেখা করতে বলেন। ৩ জুন আবার গেলে আগের মতোই ঘুষ দাবি করেন। পরদিন অনলাইনে সংশোধনের আবেদন করি (আবেদন নম্বর: NIDCA19890341)।” ভুক্তভোগীর দাবি, ১৮ জুন শুনানিতে অংশ নেওয়ার পর ১৯ জুন সরাসরি গিয়ে পুনরায় ঘুষ চাওয়া হয়। দরাদরির একপর্যায়ে অফিসার ১ লাখ ৭০ হাজার টাকায় রাজি হন। এ সময় কথোপকথন তিনি মোবাইলে রেকর্ড করে রাখেন। এরপর অভিযোগ নিয়ে দুদক গোপালগঞ্জ অফিসে যোগাযোগ করলেও সাড়া না পেয়ে তিনি ২৫ জুন নির্বাচন কমিশনের সচিব বরাবর লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে গোপালগঞ্জের দুদক উপ-সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, “ভুক্তভোগীর বিষয়টি আমরা জানি। তবে তখন তাৎক্ষণিকভাবে কোনো সহযোগিতা করতে পারিনি।” অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে জেলা নির্বাচন অফিসার মাহফুজুর রহমান বলেন, “এটা এখন এআই প্রযুক্তির যুগ। কণ্ঠ নকল করা যায়। অভিযোগকারীর প্রথম পাসপোর্ট অনুযায়ী তার তথ্য ডাটাবেজে ঠিক আছে। তার আবেদন ‘খ’ ক্যাটাগরির, যা জেলা অফিসারের এখতিয়ার বহির্ভূত। তাছাড়া বয়সে ১০ বছরের গড়মিল থাকায় আবেদন বাতিল করা হয়েছে।” এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব মো. আকতার আহমেদ বলেন, “অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে।” SHARES সারা বাংলা বিষয়: