ভাঙ্গায় একই রাতে দুই বাড়ির ডাকাতি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫ মোঃ রিপন শেখ ।। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নে সৌদি আরব প্রবাসী মিরাজ শেখের বাড়িতে ডাকাতির ঘটনার ঘটে।শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে পূর্ব সদরদী গ্রামে রাত ২টার দিকে দরজার গেটের লক ভেঙে ৫ থেকে ৬জন ডাকাত দলের সদস্যরা ঘরের ভিতর প্রবেশ করে।পরে প্রবাসী মিরাজ শেখের স্ত্রীকে ঘরের ভিতরে হাতুড়ি দিয়ে তার পায়ে আঘাত করে ডাকাত দল সদরস্যরা।এবং আহত অবস্থায় সেই রাতে তাকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে তাকে ভর্তি করেন। ভুক্তভোগীরা অভিযোগ করেন, ডাকাত দলের সদস্যরা ঘরের ভিতরে আনুমানিক ২০ মিনিটের মধ্যে দুই ভরি স্বর্ণ ও নগদ পাঁচ হাজার টাকা মালামাল লুটে নেয়। ঘটনাটি ঘটেছে চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে মৃত মোকা শেখ এর ছেলে মিরাজ শেখের বাড়িতে।এর পরে ভুক্তভোগীরা চিৎকার দিলে চিৎকারের শব্দ পেয়ে এলাকার লোকজন ঘর থেকে বের হলে ডাকাত দল সদস্যরা ঘটনা স্থল থেকে পালিয়ে যায়।পরে ডাকাত দলের সদস্যরা রাতে পাশের গ্রামে চুমুরদী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বাবুল মাতুব্বরের দরজার টিন কেটে দরজার খুলে ঘরে ভিতর প্রবেশ করে ডাকাত দল সদস্য।পরে বাবুল মাতুব্বরের এর স্ত্রী ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে রোজিনা বেগমের হাতে হাতুড়ি দিয়ে তাকে আঘাত করে।পরে ১০ ভরি স্বর্ণ ও নগদ ১লক্ষ টাকা ও মালামাল সহ লুটে নিয়ে ডাকাত দল সদস্যরা পালিয়ে যায়। SHARES সারা বাংলা বিষয়: