ভাঙ্গায় ঘুমন্ত অবস্থায় বি’ষধ’র সা’পের কা’মড়ে এক কিশোর মৃ’ত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫

মোঃ রিপন শেখ।।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চারাভিটা গ্রামের নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় গভীরাতে বিষধর সাপের কামড়ে নবম শ্রেণীর ছাত্র আরফান মুন্সি (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি মুন্সি বাড়ির মৃত মোঃ হাতেম মুন্সীর পুত্র।

সোমবার ৭ জুলাই রাতে খাবার খেয়ে নিজের রুমে মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়ে আরফান মুন্সি। রাত সাড়ে বারোটার দিকে হটাৎ ঘুম ভেঙ্গে যায়।তার শারীরিক অসুস্থতা বোধ করে এবং ঘরে সবাইকে ডেকে ওঠায়। আস্তে আস্তে আরফান মুন্সি  তীব্র তার শরীলে এর অঙ্গে সব স্থানে শরীরে জ্বালা পোড়া উঠে যায়।

পরে রাত ৪টার দিকে আরফানকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  আসে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরফান এর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত তার ভাতিজা ইমরান হোসেন জানান,প্রথমে ভেবেছিলাম ঘুমন্ত অবস্থায় আরফান মুন্সি কে বিড়ালে কামড় দিয়েছে।এর বাড়িতে একটি বিড়াল রয়েছে।পরে হাসপাতালে নিয়ে গিয়ে জানতে পারি তাকে বিষধর সাপে ঘুমন্ত অবস্থায় তাকে কামড় দেয়।