কাশিয়ানীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫

শেখ ফরিদ আহমেদ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মো. রেজাউল শেখ (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার মহেশপুর ইউনিয়নের দোলাগ্রামের মৃত আওয়াল শেখের ছেলে।
রোববার (৬ জুলাই) রাত ১০টার দিকে এসআই জনির নেতৃত্বে দোলাগ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় রেজাউলকে হাতেনাতে আটক করা হয়।
কাশিয়ানী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটক রেজাউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।” তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে থানার জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, দোলাগ্রামসহ আশপাশে দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র মাদক ব্যবসা করে আসছিল। তবে পুলিশের তৎপরতায় এসব অপরাধ কমতে শুরু করেছে। উল্লেখ্য, গোপালগঞ্জে চলমান মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও অন্যান্য নিষিদ্ধ দ্রব্য উদ্ধারে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।