পঞ্চগড় ২ আসনে প্রার্থী বাছাই উপলক্ষে ইসলামী আন্দোলনের মতামত গ্রহণ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫ পঞ্চগড়ের বোদায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) প্রতীকের প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ করা হয়েছে। পঞ্চগড়ের বোদায় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এমপিও প্রার্থী বাছাই এর লক্ষ্যে বোদা উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের দায়িত্বশীল নেতা কর্মীদের নিয়ে বোদা শাখার উদ্যোগে এক মতামত গ্রহণ সভা বুধবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইসলামি আন্দোলন বোদা উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে মতামত সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি ক্বারী মোঃ আব্দুল্লাহ, সেক্রেটারী সুলতান মাহমুদ, বোদা উপজেলা শাখার সেক্রেটারী জান্নাতুল বারী মানিক ও সাংগঠনিক সম্পাদক এস এম রবিউল ইসলাম। সভায় সংগঠনের বোদা উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৫ শতাধিক দায়িত্বশীল নেতা কর্মী প্রার্থী বাছাই এ তাদের মতামত প্রদান করেন। সভার এই মতামত কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে। দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে সংগঠনের একটি সূত্র জানিয়েছে। আব্দুল্লাহ্ আল মামুন।। SHARES সারা বাংলা বিষয়: