কেন্দুয়ায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে মতবিনিময় সভা করলেন উপজেলা নির্বাহী অফিসার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫ কোহিনূর আলম ।। নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার । বৃহস্পতিবার (১০জুলাই) সকাল সাড়ে এগারোটায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ (পুরাতন) কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন তিনি ।মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব প্রাপ্ত মুক্তিযুদ্ধা মো. নূরুল হকের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান শাহাদাত হোসেন শুভ্র এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার । এছাড়াও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব প্রাপ্ত ডেপুটি কমান্ডার আব্দুল কুদ্দুস খন্দকার লালচান, মুক্তিযোদ্ধা সন্তান কবিরুল ইসলাম, অলি হাসান, হুমায়ুন আহমেদ, এমদাদুল হক ও সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা । উক্ত মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা ও মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ (পুরাতন) কার্যালয়ের উন্নয়ন সংস্কারের দাবি উত্থাপন এবং তা বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় । উপস্থিত সকলের পক্ষ থেকে দল মত নির্বিশেষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বীরত্বপূর্ণ গাঁথা ইতিহাস লালল ও রক্ষণাবেক্ষণের উপরও জোর দেয়া হয় । এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের অন্যান্য মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও সাংবাদিকবৃন্দ । SHARES সারা বাংলা বিষয়: