আওলাই ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫
মোঃ আবু সুফিয়ান মুক্তার।।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত দায়িত্বশীল ও কর্মীদের অংশগ্রহণে এক দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) ছতিনালী উচ্চ বিদ্যালয়ের হলরুমে নিরিবিলি ও মনোরম পরিবেশে আয়োজিত এ বৈঠক সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে।
আওলাই ইউনিয়ন জামায়াতের আমীর নূর হোসেন আকন্দ বাবুর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, চলমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আমাদের প্রত্যেক দায়িত্বশীলকে আদর্শিক মজবুতির পাশাপাশি রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় দক্ষ হতে হবে। বিশেষ করে সামনে আসন্ন জাতীয় নির্বাচন, যেখানে ইসলামপন্থীদের কার্যকর ভূমিকা সময়ের দাবি। এখন থেকেই জনসম্পৃক্ততা ও সাংগঠনিক প্রস্তুতির ওপর গুরুত্ব দিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে আদর্শ পরিবার গঠনে দায়িত্বশীলদের ভূমিকা’ শীর্ষক আলোচনায় পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম বলেন, একটি আদর্শ সমাজ গঠনের মূল ভিত্তি হলো আদর্শ পরিবার। আগামী জাতীয় নির্বাচনেও আমাদের দায়িত্বশীলদের পারিবারিক ও সামাজিক স্তরে আস্থা ও গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে।
ইনফাক ফি সাবিলিল্লাহ’ বিষয়ে আলোচনা পেশ করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা। তিনি বলেন, দাওয়াতি কাজ ও রাজনৈতিক কার্যক্রমকে বেগবান করতে হলে অর্থনৈতিক আত্মনির্ভরতা ও আল্লাহর পথে ব্যয় করার মানসিকতা জরুরি।
‘ইসলামী আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য এবং একটি আদর্শ ওয়ার্ড গঠনে দায়িত্বশীলদের করণীয়’ বিষয়ে আলোচনা পেশ করেন পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার। তিনি বলেন,সামনে জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক দায়িত্বশীলকে নিজ নিজ ওয়ার্ডে সুশৃঙ্খল, জবাবদিহিমূলক ও গণমুখী কার্যক্রম গড়ে তুলতে হবে। জনগণের সঙ্গে সম্পর্ক জোরদার করাই হবে বিজয়ের চাবিকাঠি।
‘চরিত্র গঠনের মৌলিক উপাদান’ বইয়ের ওপর আলোচনা পেশ করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আবু রায়হান।
পবিত্র কুরআন থেকে  দারস পেশ করেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল বাশার।
দিনব্যাপী এই আয়োজনে কর্মীদের মাঝে ইসলামি আদর্শে গঠিত জীবনের প্রয়োজনীয়তা, নেতৃত্বের চেতনা এবং জাতীয় নির্বাচন ঘিরে ভবিষ্যৎ করণীয় বিষয়ে ব্যাপক আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।