কেন্দুয়ায় নিখোঁজ শামীমের সন্ধানের দাবিতে ও সকল অপশক্তির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫ কোহিনূর আলম।। নেত্রকোণার কেন্দুয়ায় গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা, মনকান্দা গ্রামের মো. রফিকুল ইসলাম (শামীম) গত ৩জুলাই রাত সাড়ে ১২টা থেকে নিখোঁজ তার সন্ধানের দাবিতে ও সকল অপশক্তির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১৫জুলাই) দুপুরে উপজেলা ও পৌরসভাসহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । উক্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী । বিক্ষোভ মিছিল শেষে, তিনি নিখোঁজ শামীমকে সাত (৭) দিনের ভেতরে অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানান প্রশাসনের কাছে । তা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি দেন তিনি । এর আগে গত ১০ জুলাই মনকান্দা গ্রামে শামীমের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি পুলিশ প্রশাসনকে তিন (৩) দিনের সময় বেধে দিয়েছিলেন তাকে খুঁজে বের করার জন্যে । অন্যথায় বিভিন্ন কর্মসূচি ঘোষণার কথাও জানিয়েছিলেন তিনি । উল্লেখ্য গত ৩জুলাই কেন্দুয়া থানায় এ বিষয়ে একটি জিডিও করেন তার বড় ভাই মোঃ সাইফুল ইসলাম (৩৯) । এতে উল্লেখ করা হয়, গত ২জুলাই রাত সাড়ে এগারোটায় গন্ডা ইউনিয়নের পাহাড়পুর এলাকা থেকে আমার ভাই নিখোঁজ হয় । SHARES সারা বাংলা বিষয়: