নওগাঁয় বিএনপির কাউন্সিলের নতুন ভোটার তালিকা প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫ মোঃ আখেরুজ্জামান।। নওগাঁর ধামইরহাট উপজেলা বিএনপির কাউন্সিল ঘিরে ভুয়া ভোটার তালিকা প্রকাশের জেরে দ্বন্দে জড়িয়েছে বিএনপির দুই গ্রুপ। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বৃষ্টিতে ভিজে বিক্ষীভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির একাংশ। ধামইরহাট বিএনপির কাউন্সিলের নতুন ভোটার তালিকা প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁর ধামইরহাট উপজেলা বিএনপির কাউন্সিল ঘিরে ভুয়া ভোটার তালিকা প্রকাশের জেরে দ্বন্দে জড়িয়েছে বিএনপির দুই গ্রুপ। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বৃষ্টিতে ভিজে বিক্ষীভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির একাংশ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ও আসন্ন কাউন্সিলের সভাপতি পদপ্রার্থী মো. রুহুল আমিন বলেন, আগামী ১৯ জুলাই ধামইরহাট উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে কাউন্সিলে অংশ নেয়া ভোটারদের একটি তালিকা প্রকাশ করা হয়। কিন্তু সাংগঠনিক নিয়ম অনুযায়ী সেই ভোটার তালিকা প্রণয়ন করা হয়নি। উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডের সভপতি-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মধ্য থেকে অধিকাংশ নেতা কর্মীদের বঞ্চিত করা হয়েছে। গঠনতন্ত্র বিরোধী ভোটার তালিকা প্রণয়ন, বিশেষ এক মহলকে বিজয়ী করার হীন-ষড়যন্ত্র ও ত্যাগী নির্যাতিত নেতাদের বাদ দিয়ে গঠনতন্ত্রের নিয়মাবলী উপেক্ষা করে জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমদাদুল হক মুকুলের স্বাক্ষরে মনগড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। যা গঠনতন্ত্রের পরিপন্থী। তিনি আরো বলেন, এই কাউন্সিলে মনোনয়ন ও প্রতীক বরাদ্দ পেয়েছেন হানজালা নামের এক হাইব্রিড, অনুপ্রবেশকারী এবং চাঁদাবাজ আওয়ামী দোসর। একসময় জামায়াতের অন্যতম কর্মীও ছিলেন তিনি। বর্তমান ও পূর্বে বিএনপিতে তার কোন পদপদবি আছে বলে আমাদের জানা নেই। যিনি বিএনপির বর্জন করা নির্বাচন, আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য ২০১৯ সালের ১৮ মার্চে উপজেলা নির্বাচন করেছেন। রুহুল আমিন বলেন, কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী এম এ ওয়াদুদ বিএনপির দু:সময়ে দল থেকে অনেক দূরে ছিলেন। অথচ ৫ আগষ্টের পর আওয়ামী দোসরদের নিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন। বর্তমান ভোটার তালিকায় তার স্ত্রী, ছেলে, মেয়ে ও রক্তের সম্পর্কের আরো ৭জনসহ মোট ১১ জনের নাম রয়েছে। এ এক আত্মীয়করণ তালিকা। ভোটার হিসেবে এমন ব্যক্তিদের রাখা হয়েছে যাতে করে একটা বিশেষ পক্ষের বিজয় সুনিশ্চিত হয়। নির্যাতিত এবং ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি দাবি করে ভুয়া এই ভোটার তালিকা বাতিল করে সত্যিকারের ত্যাগী নেতাদের পূর্নাঙ্গ তালিকা প্রকাশ করে নিরেপেক্ষ ভোটের মাধ্যমে আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনের দাবী জানান তিনি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ বলেন, সংগঠনের নীতিমালা অনুযায়ী ভোটার তালিকা তৈরি করা হয়েছে। ওই উপজেলার ৮ টি ইউনিয়নে তফসিল দিয়ে নির্বাচন হয়েছে। নির্বাচিত প্রতিনিধিরাই ভোটার তালিকার প্রস্তাবনা দেয়। সে অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। বিষয়টি নিয়ে একটি পক্ষ দলীয় কোন্দল সৃষ্টির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদককে জানানো হয়েছে। আমাদের নামে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনে ধামইরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত শত বঞ্চিত নারী ও পুরুষ অংশ্রগ্রহন করে। তারা বৃষ্টিতে ভিজে এই ষড়যন্ত্রমূলক ও প্রহসনের দ্বি-বার্ষীক কাউন্সিলের ভোটার তালিকা বাতিল করে নতুন ভোটার তালিকা প্রনয়নের জোর দাবি জানান। SHARES সারা বাংলা বিষয়: