কয়রায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫

অরবিন্দ কুমার মণ্ডল।।

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ী গ্রামের হায়াতখালী বাজার থেকে পুলিশ ক্যাম্প পর্যন্ত গুরুত্বপূর্ণ বেড়িবাঁধটি দীর্ঘদিন ধরে জোয়ারের প্লাবনের ঝুঁকিতে থাকায় স্থানীয়দের উদ্বেগ বেড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর দাবীর পরিপ্রেক্ষিতে বেড়িবাঁধ মেরামত ও উন্নয়ন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৪ জুলাই সোমবার বেলা ১১টায় মহারাজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে সভার আয়োজন করে ডরপ-এর ইভলভ প্রকল্প, যা বাস্তবায়ন করছে উপজেলা সিএসও নেটওয়ার্ক। সভায় সভাপতিত্ব করেন ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী। সঞ্চালনা করেন উপজেলা ফিল্ড ফ্যাসিলিটেটর হারুন অর রশিদ। প্রধান অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ড খুলনার উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী মশিউল আবেদীন ও মোঃ সোলায়মান হোসেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শান্তনু অধিকারী, কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ.ব.ম. আব্দুল মালেক, ইউপি সদস্যবৃন্দ এবং সিএসও নেটওয়ার্কের সক্রিয় সদস্যরা। এর আগে সকাল ১০টায় মহারাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দারা হায়াতখালী বাজারে মানববন্ধন করেন। বক্তারা বলেন, “বাঁধের অনেক জায়গা এতই নিচু যে স্বাভাবিক জোয়ারেই প্লাবনের সম্ভাবনা তৈরি হচ্ছে। এলাকাটি রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ ও দ্রুত সংস্কার প্রয়োজন।” মতবিনিময় সভায় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ জানান, “বাঁধের উচ্চতা ও প্রস্থ বাড়িয়ে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। স্থানীয়দের মতামত সেই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে।” সভা শেষে সিএসও নেটওয়ার্কের পক্ষ থেকে উপস্থিত প্রকৌশলীদের হাতে বাঁধ সংস্কার সংক্রান্ত একটি সুপারিশপত্র তুলে দেওয়া হয়।