বগুড়া কাহালু উপজেলার শিলকওল গ্ৰামে বিয়ের দাবিতে পনের বছরের স্কুলছাত্রীর‌ তিন দিন যাবত অনশন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫
মোঃ আবু সাঈদ।। বগুড়া কাহালু উপজেলার শিলকওল ঢাক পাড়া মোঃ লয়া মিয়ার‌ ছেলে মোঃ নাঈম এর সাথে লোহাজাল গ্ৰামের মোঃ মিছির আলী এর কন্যার প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলতে থাকে । মেয়েটির সাথে কথা বলে আমরা জানতে পারি বেশ কিছু দিন ধরে তারা অনেক যাইগাই ঘোরাঘুরি করছে এবং তাদের শারীরিক সম্পর্ক হয়েছে।তার পর নাইম কে বিয়ের কথা বললে নাইম বিভিন্ন তালবাহানা করে তাই আমি কোন উপায় না পেয়ে নাইম এর বাসাই চলে এসেছি আর ও বলে নাইম  আমাকে যতদিন বিয়ে না করবে আমি নাঈমের বাসাই থাকবো।মেয়েটি নাঈম এর বাসাই আসার পর থেকে নাঈম বাড়ি থেকে উধাও। নাইম এর বাবার সাথে কথা বললে যানা যাই নাইম এই ধরনের ছেলেই না এগুলো সে করতে পারেনা বা করেনি নাঈমের বাবা আরো জানান তার ছেলে এই মেয়েকে বিয়ে করতে রাজি না নাইম বলছে ঐ মেয়ের সাথে আমাকে বিয়ে দিলে নাইম নিজেকে শেষ করে ফেলবে।