জুলাই শহীদ দিবস” ও জুলাই হত্যার বিচার দাবিতে গণঅধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে “জুলাই পদযাত্রা”

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫

শেখ মারুফ হোসেন হৃদয় ।।

“জুলাই শহীদ দিবস” ও জুলাই হত্যার বিচার দাবিতে গণঅধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে “জুলাই পদযাত্রা” কর্মসূচি সদর উপজেলার মাঠ থেকে শুরু করে প্রেস ক্লাবের সামনে এসে আলোচনা সভার মাধ্যমে সমাপ্তি হয়। এতে বক্তব্য প্রদান করেন গণঅধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক জনাব ফেরদৌস আহমেদ, সদস্য সচিব জনাব তারিক জামিল ফয়েজী, সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল কাদির, যুগ্ম আহবায়ক জনাব আশরাফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সিদ্দিকুর রহমান, শ্রমিক অধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক মোঃ শফিউল্লাহ, সদস্য সচিব মোঃ শহিদুল্লাহ,  ছাত্র অধিকার পরিষদের নেত্রকোনা জেলা কমিটির সভাপতি জনাব আবুল বাশার, সহ সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী সহ জেলার সিনিয়র নেতৃবৃন্দ। এতে সবাই জুলাই গণহত্যার বিচার দাবি করেন।