সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫ এইচ এম হক চৌহালী ।। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, “মৎস্য খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই খাতের টেকসই উন্নয়ন ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়ে থাকে।” এবারের মৎস্য সপ্তাহ ২২ জুলাই থেকে শুরু হয়ে চলবে ২৮ জুলাই পর্যন্ত। সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, সেমিনার, পোনা অবমুক্তকরণ, মাছচাষিদের নিয়ে কর্মশালা এবং সচেতনতামূলক প্রচার কার্যক্রম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার। সভায় আরও উপস্থিত ছিলেন চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শাহআলম, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আবুল বশির, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সূত্রধর, জামায়াতের আমির আবু সাইদ, সাধারণ সম্পাদক আবুল বাশার, বিএনপির দপ্তর সম্পাদক রেজাউল করিম মুন্সী, উপজেলা পরিসংখ্যান অফিসের চলতি দায়িত্বে থাকা কর্মকর্তা মো. সোহেল রানা, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সরোয়ার রাব্বি, তামিম ইকবাল প্রমুখ। সভা শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে হলে উপজেলা প্রশাসনের পাশাপাশি মৎস্যচাষি, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। SHARES সারা বাংলা বিষয়: