গোপালগঞ্জে থমথমে অবস্থা, চলছে কারফিউ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫ শেখ ফরিদ আহমেদ ।। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভাকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জেলা প্রশাসনের নির্দেশে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। এদিকে গতকাল সহিংসতায় মৃতের মধ্যে পরিচয় জানা গেছে ৪ জনের তারা হলেন ধোপাকান্দির আলো আক্কাস সরকারের ছেলে হৃদয় সরকার যাকে রমজান কাজী নামে প্রকাশ করা হয়েছে এবং দীপ্ত সাহা, সোহেল রানা ও ইমন তালুকদার। বুধবার রাতভর সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকেই অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আতঙ্কে সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না, শুধু খেটে খাওয়া মানুষজনই জরুরি প্রয়োজনে বাইরে আসছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেড় হাজারের বেশি পুলিশ সদস্য, সেনাবাহিনী, ৪ প্লাটুন বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। মাইকিং করে জনগণকে ঘরে থাকার আহ্বান জানানো হচ্ছে। এদিকে যৌথ বাহিনীর অভিযানে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর সাজেদুর রহমান। SHARES সারা বাংলা বিষয়: